আসানসোল : আসানসোলের জি টি রোডের পাশে সাতাইশাতে সরকারি টাওয়ার বসানো কে কেন্দ্র করে বিক্ষোভ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দক্ষিণ থানা অন্তর্গত ধেমোমেন সংলগ্ন জি টি রোডের পাশে সাতাইশাতে ম্যাজিস্ট্রেট এবংএডিসিপির বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রশাসানের নির্দেশে আজ শনিবার সকাল ৯ টায় সরকারি টাওয়ার অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখা গেল। বিক্ষোভ করলেন জমির মালিক পুষ্পা বাউর এবং তপন বাউরি
তারা দাবি করেন যে সেই জমি তাদের পুলিশ অন্যায় ভাবে তাদের জমিতে টাওয়ার বসানোর কাজ করছে।