গুলি ভর্তি বন্ধুক সহ, গোবরডাঙ্গার মাস্টার কলোনি থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। গোবরডাঙ্গা থানার আধিকারিক পিঙ্কি ঘোষের নেতৃত্বে , পুলিশের গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এই দুষ্কৃতী। ধৃতের নাম সায়ন বেপারী, বয়স ৩০ বছর , বাড়ি গোবরডাঙার মাস্টার কলোনি এলাকায়।
মঙ্গলবার গভীর রাতে সাহেববাড়ি মোড় এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল সে । গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগেই প্রস্তূত ছিল পুলিশ।
খবর পেয়ে পুলিশ ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে।
এক রাউন্ড গুলি সহ একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে ধৃতের কাছ থেকে।
পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার তোলা হয় বারাসাত আদালতে।
এ বিষয়ে বুধবার দুপুরে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস একটি সাংবাদিক বৈঠক করেন ।