দুবরাজপুর:
পুজো বা উৎসব তো সামাজিক দায়বদ্ধতাও। সেটা মানবধর্মও। এই উপলব্ধি থেকেই দুর্গা পুজোর প্রাক্কালে আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারশীর্ষা গ্রামে অনুষ্ঠিত হলো বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য শিবির। এই গ্রামের বয়স্ক নাগরিকরা গ্রামে বসেই সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা পান। পুজোর দিনগুলোতে তাঁরা যেন সুস্থ থাকেন তাই পুজোর প্রাক্কালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজকের শিবিরে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। এই শিবিরে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের জেনারেল ফিজিসিয়ান ডাক্তার খাদিজা খাতুন, দন্ত্য চিকিৎসক, চক্ষু চিকিৎসক সহ সিনিয়র নার্স, BPHU স্টাফ, সি.এইচ.ও, এ.এন.এম, আশাকর্মী উপস্থিত ছিলেন। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক বয়স্ক নাগরিকের সুগার, প্রেসার, রক্ত পরীক্ষা, টি.বি. পরীক্ষা, সিকেল সেল অ্যনিমিয়া, এইচ.আই.ভি, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু ও দন্ত্য পরীক্ষা করা হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এই পরিষেবা পেয়ে খুব খুশি।