শিলিগুড়ি: শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন । শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।
এদিন সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে।
এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে। এনিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তাও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।