কর্ম বিরতি নিয়ে আমরা বৈঠক করব তারপরে জানাবো পরবর্তী সিদ্ধান্ত। আমরা যে জায়গাটা বারবার চাইছি কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চাইছে এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করা উচিত দ্রুত। এই ঘটনার মোটিভ কে ছিল এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সিবিআই ইনভেস্টিটিউশনের মাধ্যমে মোটিভ কি ছিল এখনও পর্যন্ত সামনে আসেনি সেটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত। আমরা বারবার বলেছি কাজের ফিরতে চাই। ওপিডি সার্ভিসে দিক থেকে সিনিয়র চিকিৎসকরা সর্বতোভাবে সাহায্য করছে। তাহলে আমাদের নমনীয়তার জায়গা সম্পূর্ণভাবে রেখেছি। সার্ভিস এর মধ্যে ওটি পেসেন্টকে আমরা দেখতে যাচ্ছি। সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পেশেন্টরা দেখেছে। যদি বলা হয় জুনিয়র ডাক্তাররা পেশেন্টকে দেখেনি তাহলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট এর প্রতিনিধি হিসেবে বলব এটা সম্পূর্ণ ভুল। এই সাতজনের তালিকা আইনজীবীর সঙ্গে কথা বলে জানাতে পারবো যে সাতজনকে সাসপেন্ড করার কথা বলা হচ্ছে। হসপিটালে কাঠামো গত যদি ঠিক না হয় তাহলে কি করে একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা করবে। সাগর দত্ত রামপুরহাটে যদি এগুলোকে বলি বিচ্ছিন্ন ঘটনা তাহলে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন? স্বাস্থ্যের যে বেহালা অবস্থা সেটা লুকিয়ে রেখে জুনিয়ার ডাক্তারদের আন্দোলনকে কালীমালিপ্ত করার কোন মানে নেই। রাজ্যের কাছে আমরা যে দাবিগুলো রেখেছি সেগুলো যদি পরিপূর্ণ হয় তাহলে এই সমস্যার সমাধান হবে।। প্যান জিবি বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।